কলারোয়ার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্বরজিত দাস নামে এক ব্যক্তি বিরুদ্ধে।
রবিবার (৭ নভেম্বর) গাছ কাটার ঘটনাটি ঘটেছে বলেছে জানা যায়।
সূত্রে জানা গেছে, জয়নগর দক্ষিন পাড়া সংলগ্ন বেনাকুড়ির মাঠে মৃত ফকির দাসের ছেলে স্বরজিত দাসের রাস্তার পাশে এক ফালি জমি রয়েছে। আর সেই জমির পাশে রাস্তার ধারে দুইটি বাবলা গাছ স্বরজিত দাস নিজের বলে দাবি করে কেঁটে নিয়েছেন। তবে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। সেই সাথে স্বরজিত দাস গাছের গুড়ি গুলো সরিয়ে নেওয়া বিষয়টিও নজরে এসেছে সাংবাদিকদের।
বিষয়টি জানাজানি হলে কে বা কারা সরসকাটি নায়েব অফিসের নায়েবকে জানান বিষয়টি। নায়েব দুইজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টির সরেজমিনে তদন্ত করান।
গাছ কাটার বিষয়ে স্বরজিত দাসের ছেলে প্রভাস দাসের সাথে কথা বলে জানা গেছে, বাবলা গাছ দুইটি হেলে রাস্তার উপরে পড়েছিলো, যাতায়াতের অসুবিধার কথা ভেবে কেটে নিয়েছেন তারা।
এই বিষয়ে সরসকাটি নায়েব আব্দুল আজিজের সাথে কথা বলে জানা গেছে, তিনি প্রাথমিক পর্যায়ে দুইজন প্রতিনিধি পাঠিয়েছিলেন ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য। সবশেষে তিনি নিজে উপস্থিত হয়ে ঘটনাটির সত্যতা পান এবং গাছের গুড়িগুলো জব্দ করেছেন। সেই সাথে বৈদ্ধতার বিষয়ে তার সন্দেহ হওয়ায় নথিপত্র চেয়েছেন স্বরজিত দাসের কাছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]