কলারোয়ার ধানদিয়ায় করোনা কালিন গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন (ইউ এন ও) জুবায়ের হোসেন।
(৫জুলাই সোমবার) ৫টায় ধানদিয়া হাইস্কুল সংলগ্ন আশ্রায়ন প্রকল্পে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর সভাপতিত্বে (ইউ এন ও) জুবায়ের হোসেন চৌধুরীর উপস্থিতিতে আশ্রায়ন প্রকল্পে আশ্রিত ৬০পরিবারের মধ্যো গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়।
ইউ এন ও, গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ তুলে দেন দুস্থ পরিবার গুলোর সদস্যদের হাতে। এসময় ইউএনও জুবায়ের হোসেন বলেন, করোনা কালিন সময়ে আশ্রায়ন প্রকল্পে আশ্রিত পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় প্রধান মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে তাদের জন্য সামাস্য উপহার, প্রধান মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি পৌছে দেন।তিনি আরও বলেন প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি সর্বক্ষন আশ্রায় প্রকল্পে আশ্রিত পরিবার গুলোর উপর রয়েছে।
তার মধ্যো গো খাদ্য,শিশু খাদ্য ও নগদ ৫০০ শত অর্থ প্রাপ্তরা হলেন ধানদিয়া আবাসনের ২০ পরিবার,জয়নগর আবাসনের ১১ টি পরিবার,খোর্দ্দবাঁটরার আবাসনের ১৭ টি পরিবার ও ভ্যান চালক ১২ টি পরিবার। এছাড়াও গো খাদ্য ছিলো ১০ বস্তা ও শিশু খাদ্য ছিলো ১০ প্যাকেট।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, জয়নগর ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য জয়দেব সাহা, ৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ, ৯নং ধানদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য খালিদ হাসান টিটু, ইউপি সদস্য বজলুর রহমান, গ্রাম পুলিশ, আনসার ভিডিপির সদস্যরা।
সর্বশেষে ইউ এন ও জুবায়ের হোসেন ধানদিয়া আশ্রায়ন প্রকল্পের চারিপাশ ঘুরে দেখেন সেই সাথে ধানদিয়া হাইস্কুলের মনমুগ্ধ কর ছায়া শুনিবিড় বৃক্ষ কানন ঘুরে মুগ্ধতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]