আজ শ্রী কৃষ্ণের ৫২৪৭ তম শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায়, কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।
(৩০ আগষ্ট সোমবার) জয়নগরে সনাতন ধর্মালম্বীদের প্রায় প্রতিটি বাড়িতে, পূজা-অর্চনা, নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালনের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনটি।
প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষ্যে জয়নগর সনাতন ধর্ম বেলতলা মন্দির, শান্তি চক্রবর্ত্তীর নিজস্ব বাসভবন মন্দির সহ অন্যান্য মন্দির গুলোতেও শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত হচ্ছে। আজ সন্ধায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী উপলক্ষে বেলতলা মন্দিরে ও শান্তি চক্রবর্ত্তীর নিজ বাড়িতে হরিনাম কৃত্তন ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিনটির সমাপ্ত হয়।
জয়নগর সনাতন ধর্ম বেলতলা মন্দিরের পুরহিত দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, কংশের মত দুষ্ট লোক পৃথিবীতে যখন যখন জন্মগ্রহন করেন ও অধর্মের গ্লানি বেড়ে যায়, তখন দুষ্টদের দমন করে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান শ্রী কৃষ্ণ যুগে যুগে অবর্তির্ণ হন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন সকল সম্প্রদায়ের মানুষের উপর ভগবান শ্রী কৃষ্ণের আর্শিরবাদ বর্ষিত হোক ও সম্প্রীতির বন্ধন তৈরী অটুট হোক। এবং মরন ব্যাধি করোনা ভাইরাস থেকে সকল মনুষ্য জীব পরিত্রান পাক এমনি প্রার্থনা রেখেছেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]