কলারোয়ার জয়নগর ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
৯ডিসেম্বর সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ওয়ার্ডের নতুন ভোটারদের এ স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
স্মার্টকার্ড বিতরণ উদ্ভোধন করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, ইউপি সদস্য জয়দেব সাহা,ইউপি সদস্য বজলুর রহমান,ইউপি সদস্য মিজানুর রহমান,ইউপি সদস্য আমিরুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিস সহকারী মামুনুর রশিদ,ডাটা এন্ট্রি অপরেটর রফিকুল ইসলাম,ডাটা এন্ট্রি অপরেটর শফিউল আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), পিতা/মাতার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকবে। কার্ডের পেছনে থাকবে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকবে, যা মেশিনে পাঠযোগ্য হবে।
স্মার্ট কার্ডে তিন স্তরে মোট ২৫টি নিরাপত্তা-বৈশিষ্ট্য সংযোজিত রয়েছে। প্রথম স্তরের বৈশিষ্ট্যগুলো খালি চোখে দৃশ্যমান হবে। দ্বিতীয় স্তরের নিরাপত্তা-বৈশিষ্ট্যগুলো দেখার জন্য যন্ত্রের প্রয়োজন হবে। তৃতীয় স্তরের নিরাপত্তা-বৈশিষ্ট্য দেখতে ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্টের প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ব্যক্তির পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করতে পারবে। ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কাজে লাগবে। আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করা, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংকঋণ, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইলের সংযোগ, সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা, ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ সহ নানা ধরণের সেবা পাওয়া সম্ভব স্মার্ট জাতীয় পরিচয় থেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]