ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের পক্ষ থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের দুইটি মন্দিরে ও চার দুস্থ পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সন্ধ্যায় জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের অফিসে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদান পাওয়া প্রতিষ্ঠান ব্যক্তিরা হলো- জয়নগর দক্ষিন পাড়া সার্বজনীন মন্দিরে ৪০ হাজার টাকা, সনাতন ধর্ম মন্দির (বেলতলা) ৪০ হাজার টাকা, জয়নগরের রামপ্রসাদ চক্রবর্তী ১০হাজার টাকা, নেপাল ঘটক ১০হাজার টাকা, উত্তর জয়নগরের গোবিন্দ ঘোষ ১০হাজার টাকা ও কার্ত্তিক দত্ত ১০হাজার টাকা।
মন্দির উন্নয়ন ও অসহায়-দুস্থদের কল্যাণে বরাদ্দকৃত অনুদানের ওই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল।
উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ত্রাণ বিষয়ক সম্পাদক জয়দেব সাহা, জয়নগর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমেলিন্দু ঘোষ, সাধারণ সম্পাদক ম্যানুয়েল মন্ডল, সুবীর কুমার পাল, তরুন দাস, মিন্টু কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সেসময় অনুদানপ্রাপ্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]