কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বয়স্ক সকল ভাতা ভোগীদের ভাতার টাকা বিতরণ করা হয়।
(২৩ফেব্রুয়ারি মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় থেকে বয়স্ক ভাতা ভোগীদের ভাতার টাকা বিতরণ করা হয়। জয়নগর ইউনিয়নের সকল ভাতা ভোগীদের বিগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভাতার টাকা বিতরণ করা হয়,মাসে ৫শত টাকা করে তিন মাসের ১৫শত টাকা করে বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসের তত্ত্বাবধানে কলারোয়া সোনালী ব্যাংকের সহযোগিতায় সকল ভাতা ভোগীদের মাঝে সুষ্ঠ ও পরিচ্ছন্ন ভাবে ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা নুরে আলম নাহিদ, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজর ছাবের আলী, আব্দুর সামাদ, সোনালী ব্যাংক সিনিয়র ক্যাশ অফিসার আব্দুর রহিম প্রমূখ।
উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ বলেন, ভাতা গ্রহীতাদের ভাতার টাকা নিতে আর উপজেলা সমাজসেবা অফিসে আসতে হবে না, নিজের মোবাইলে ঘরে বসে ভাতার টাকা পেয়ে যাবেন সকল ভাতা ভোগীরা।
তিনি আরও বলেন অনলাইন ভিত্তিক নগদ এ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে যাবে ভাতা ভোগীদের নিজ মোবাইলে আর তারই কার্যক্রম চলমান রয়েছে।বৃদ্ধ প্রতিবন্ধি বেক্তিদের কষ্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]