কলারোয়ার জয়য়নগর ইউনিয়নে প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। মৌমাছিরা গুন গুন শব্দ করে মধু সংগ্রহ করেছে। সারা মাঠ জুড়ে হলুদ বর্ণ দৃষ্টি নন্দন পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মাঠ জুড়ে সরিষা ফুল ফুটেছে, বীজও আসতে শুরু করেছে।
এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভবনা লক্ষ্য করছেন কৃষকেরা। লাভের আশায় হাস্যউজ্বল কৃষকের মুখ।
উপজেলার জয়নগর ইউনিয়নের প্রতিটি জমিতে এ বছর সরিষার আবাদ করতে দেখা গেছে। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ার মত। ফুল থেকে মধু সংগ্রহের জন্য দেখা মিলছে মৌমাছি। কোন কোন জমিতে ফুল ঝরে পরিপুষ্ট বীজ লক্ষ করা যাচ্ছে। যা ভালো ফলনের সম্ভবনা জানান দিচ্ছে।
জয়নগরের কৃষক অনুপ দাস জানিয়েছেন, গত বছর ১ বিঘা জমিতে সরিষার আবাদ করে লাভবান হওয়ায় এবছর ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। গত বছরের তুলনায় এবছর সরিষার ভালো ফলন পাবো বলে আশা করছেন তিনি। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি।
কৃষক প্রদীপ ঘোষ জানিয়েছেন, ৪ বিঘা জমিতে এবছর সরিষার আবাদ করেছেন। গত বছরের তুলনায় ২বিঘা বেশি সরিষার আবাদ করেছেন। তবে পোকামাকড়ের উপদ্রপ না থাকায় গাছের পরিচর্যায় ফুল ও পরিপুষ্ট ফল লক্ষ করা যাচ্ছে।
কৃপারামপুর গ্রামের কৃষক হান্নান খাঁ জানিয়েছেন, এবছর ২বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন।
সরিষার ভালো ফলনের আশাবাদি তিনি।
জয়নগর ইউনিয়ন ব্লক সুপারভাইজর তাপস মজুমদার জানিয়েছেন, জয়নগর ইউনিয়নের কৃষকদের সরিষা চাষের আগ্রহ বেড়েছে। কারণ হিসাবে তিনি বলছেন, আবহওয়ার আনুকুল্যতা এবং উর্বর মাটি।
তিনি আরও জানিয়েছেন, এবছর জয়নগর ইউনিয়নে ৬১০হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। লক্ষমাত্রা ছাড়িয়ে এবছর ১০হেক্টর জমিতে বেশি সরিষার আবাদ হয়েছে।
ভবিষ্যতে এ পরিমান আরো বাড়তে পারে বলে তিনি মনে করছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]