কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্ট শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে।
(১০ আগষ্ট মঙ্গলবার)বিকাল ৫ ঘটিকায় জয়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালীর সভাপতিত্বে, ১৫ই আগষ্ট শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু (১৫ই আগষ্ট)শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন, তিনি বলেন আসন্ন (১৫ই আগষ্ট) জাতির পিতার নির্মম হত্যাকান্ডে বাঙ্গালী জাতীর কাছে দিনটি শোকাবহ। তাই দিনটি সমগ্র বাঙ্গালী জাতীর কাছে শোক দিবসে রুপান্তির হয়েছে। তাই শোক দিবসে ইউনিয়ন পরিষদ দিনটির তাৎপর্য অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে পালন করবে।
জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুর রহমান মালী তিনি তার বক্তব্য বলেন, ১৫ই আগষ্ট দিনটি বাঙ্গালী জাতীর কাছে শোকের, আর তারি ধারাবাহিকতায় দিনটি শোক দিবস হিসেবে স্কীকৃতি পেয়েছে।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগেরর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা সহ আনসার সদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]