কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার অভিযোগ তার সাক্ষর জালিয়াতি করছেন অন্যকেও, কিন্তু কে বা কারা করেছে সেই বিষয়টি তিনি জানেন না।
জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা বৃহস্পতিবার (৪ আগষ্ট) জয়নগরের বাসিন্দা চিত্তরঞ্জন চক্রবর্ত্তীর বাড়িতে নিমন্ত্রন খেতে যান। আর সেই সুবাদে চিত্তরঞ্জন চক্রবর্ত্তীর মেঝো ছেলে দুলাল চক্রবর্ত্তীর মেয়ে প্রতিলতা ও রুমার জন্ম নিবন্ধনে সাক্ষর করাবেন বলে চেয়ারম্যানের কাছে ফরমটি দেন, কিন্তু সাক্ষর করার আগ মুহুর্তে চেয়ারম্যান বিশাখার নজরে আসে একটি জন্মনিবন্ধনে সাক্ষর করা রয়েছে, সেই সাক্ষরিত স্থানের সাক্ষরটি তার নয় বলে তিনি দাবি করছেন। তাঁর সাক্ষরটি কে বা কারা নকল করেছে, এটি দেখার পর তিনি প্রতিলতার জন্মনিবন্ধনে সাক্ষর করেননি।
এদিকে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানিয়েছেন, তাঁর সাক্ষর কে বা কারা নকল করেছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তিনি আরও জানিয়েছেন, দুইটা জন্মনিবন্ধনের কপি একসাথে না থাকলে তো তিনি সাক্ষর নকলের বিষয়টি জানতেই পারতেন না। তবে বিষয়টি খতিয়ে না দেখে কাউকে সন্দেহের তালিকায় রাখছেন না। এবং তিনি সাক্ষর নকলের বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। তিনি আরোও জানিয়েছেন, প্রয়োজনে আইনের দারস্থ হবেন।
এব্যাপারে ভুক্তভোগী দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, জন্মনিবন্ধনে চেয়ারম্যানের স্বাক্ষর যে দেওয়া আছে সেই বিষয়টি তার জানা থাকলে আবার কেনো স্বাক্ষরের জন্য দিবেন। ইউপি সচিব জন্মনিবন্ধনের কপি ধানদিয়া বাজারে একটি দোকানে রেখে গিয়েছিলেন সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন। যখন নিয়েছিলেন তখন তিনি খেয়াল করেন নি যে স্বাক্ষর করা রয়েছে কিনা। তিনি স্বাক্ষর করাতে হবে এই ভেবে চেয়ারম্যানের কাছে দিয়েছিলেন বলে জানান।
এদিকে ইউপি সচিব হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন এবং বলেছেন স্বাক্ষরটি চেয়ারম্যানের না ও সচিবের ও না। স্বাক্ষর নকলের বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]