কলারোয়ার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে হয়রানি অভিযোগ করেছেন রেকছোনা খাতুন।
গত (১৭ ই আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা রেকছোনা খাতুন, স্বামী- মৃত এরশাদ আলী কে চেয়ারম্যান বিশাখা তপন সাহা ওয়ারেশ কায়েম সার্টিফিকেট না দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছে।
অভিযোগ পত্র থেকে জানাগেছে, রোকছোনা খাতুনের স্বামী গত ০৩/০৮/২০২০ তাং স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন এবং তার একটি ১৫ বছরের পুত্র সন্তান রয়েছে। তার স্বামীর মৃত্যুতে গত ২১/০৬/২০২১ সালে সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়েছিলেন। বর্তমানে ওয়ারেশ কায়েম সার্টিফিকেটের জন্য আবেদন করলে, মুকুল মোড়ল, পিতা- মজিদ মোড়ল, গ্রাম- ক্ষেত্রপাড়া ও শফিকুল রহমান, পিতা- এরশাদ বিশ্বাস, বসন্তপুর এই দুই জনের ইন্ধনে চেয়ারম্যান বিশাখা তপন সাহা, রেজাউল মেম্বর ও মহিলা মেম্বর তানজিলা খাতুনের যোগসাজসে তার স্বামীর ওয়ারেশ কায়েম থেকে তাকে বাদ দিয়ে, তার স্বামীর ব্যাংকে রেখে যাওয়া টাকা ও সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করার পায়তারা করছে, সেই সাথে তার বাড়ি দখলের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ তার।
শুধু তাই নয় ভুয়া তালাকের এফিডেভিড দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে তাকে হয়রানি করছে বলে অভিযোগ রেকছোনা খাতুনের। তার স্বামীর মৃত্যুর পর তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়েছিলেন সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। বর্তমান চেয়ারম্যান বিশাখা তপন সাহা ভুয়া এফিডেভিড দেখিয়ে তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে রেখছোনা খাতুন হয়রানির বিষয়ে করারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরারব লিখিত অভিযোগ করেছেন এবং এই হয়রানির সুষ্ঠ তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]