কলারোয়া পৌরসদরের ঝিকরা ৫নং ওয়ার্ডে মঙ্গলবারের ৫ মিনিটের বৃষ্টিতেই গৃহবন্দি হয়ে গেছে ৫টি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা গেলো কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরা প্রভাষক মাসুদের বাড়ির পাশেই ৫মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাতে সাময়িক ভাবেই ৪/৫ পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।
ওখানকার এক শিক্ষিকা মমতাজ বেগম সাংবাদিককে বলেন, আমরা বিগত ৫ বছর যাবত জলাবদ্ধতায় ভুগছি। সামান্য বৃষ্টিতেই আমাদের বাড়ির চারপাশসহ রাস্তা পানির নীচে নিমজ্জিত থাকে।
তিনি আরো বলেন- সংশ্লিষ্টরা প্রতিবছর প্রতিশ্রুতি দিলেও জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেন না। ফলে আমরা সময় মতো পৌরসভার সকল কর পরিশোধ করলেও কোন সুযোগ সুবিধা পাচ্ছি না।
এ ব্যাপারে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন- আমি পৌরসভার জলাবদ্ধতা নিরসনে আপ্রান চেষ্টা করছি। স্থায়ী ভাবে ড্রেনেজ ব্যবস্থা না করলে পানি সরানোর কোন জায়গা পাওয়া যাচ্ছে না। তবে অতিসত্বর স্থায়ী ভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]