সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে টিসিবি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০মার্চ) বিকাল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই আলোচনা সভা ও টিসিবি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও উপকারভোগী ৫শতাধিক নারী পুরুষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন-শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সেই উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবক শামিম খাঁন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]