কলারোয়ায় তুলসীডাঙ্গা যুব সংঘের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তুলশিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তুলসীডাঙ্গা উত্তর পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন।
মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাদ্দিস আবুল হোসেন।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদি)।
বিশেষ ইসলামী সংগীত পরিবেশন করেন তালা উপজেলার আব্দুল আলীম।
অসংখ্য মুসুল্লিদের উপস্থিতে অনুষ্ঠিত মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন মুফতি সাদিকুজ্জামান ও মাওলানা ইউসুফ আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]