ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনোনীত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের মেয়ে সানজিদা ইয়াসমিন তুলি।
শুক্রবার ৮ সদস্য বিশিষ্ট ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এতে ইডেনের শিক্ষার্থী কলারোয়ার তুলিকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
সাধারণত আহবায়ক কমিটির সদস্য সচিব যেকোনো পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক পদমর্যাদার হয়ে থাকে।
দীর্ঘ এক যুগের বেশি সময় পরে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলো।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইডেন মহিলা কলেজ শাখার একনিষ্ট কর্মী হিসাবে কাজ করে আসছিলেন কলারোয়ার চন্দনপুরের তুলি।
তিনি রাজপথে থেকে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেন এবং পুলিশের দ্বারা বহুবার আহত হয়েছেন।
শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সানজিদা ইয়াসমিন তুলি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]