কলারোয়ার দামোদারকাটি শেখ পাড়া জামে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দামোদারকাটি যুব সংঘের আয়োজনে দামোদারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ মার্চ) রাতে ১৪তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেনহাফেজ মাও. মুফতী কামাল হুসাইন মোহতামিম, মাদ্রাসাতুল ই্হসান লি-ঊলুমিল কুরআন ফরিদপুর, ঢাকা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির নেতা সরদার মুজিব।
দামোদারকাটি শেখ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল আলীমের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য তাইজেল ইসলাম।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাও. খাদেমুল ইসলাম কামিল (এম.এ) ফাস্টক্লাস, তাফসির বিভাগ, কেশবপুর যশোর। এছাড়া তাফসীর পেশ করেন দামোদারকাটি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুদ্দিন, দামোদারকাটি জামে মসজিদের ইমাম শেখ আব্দুল কাইয়ুব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]