কলারোয়ার মাঠে বর্তমানে ইরি-বোরো ধানের সবুজের সমারোহ। উপজেলায় ১২টি ইউনিয়নে দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভালো ফলনের আশা করছেন চাষিরা।
স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোনো প্রাকৃতিক দূর্যোগ এখন পযর্ন্ত হানা না দেয়ায় উপজেলায় ইরি-বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই ধানে শীষ আসতে শুরু করেছে।
উপজেলার কাকডাঙ্গা গ্রামের কৃষক মোঃ ওবায়দুল্লাহ জানান, আমি চলতি ইরি-বোরো মৌসুমে ১০বিঘা জমিতে ধান চাষ করেছি। কোনো ধরণের দুর্যোগ না ঘটলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর ধানের ফলন বেশি হবে বলে আশা করছি। কাটা-মাড়াই মৌসুমে ধানের দর ভাল পেলে কিছুটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ধান কাটা লোক নিয়ে চিন্তিত। তারপরও কয়েক দিন ধরে কালবৈশাখী ঝড়ের আতঙ্কে রয়েছি।
শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]