সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া থেকে গড়গড়িয়া পর্যন্ত প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তার বেহাল অবস্থার জন্য ৪টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৪/৫ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে ছোট-বড় ও বিভিন্ন মাঝারি ধরণের যানবাহন চলাচল করতে হচ্ছে।
সরজমিন দেখা গেছে, ২ কি.মি. কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাটি বড় বড় গর্ত থাকায় মানুষকে জুতা খুলে পথ চলতে হয়। আর খানাখন্দে আটকে পড়া যানবাহনগুলোকে পড়তে হয় বিপাকে।
সাতক্ষীরা জেলা সদস্য মতিয়ার রহমান জানান, দেয়াড়া থেকে গড়গুড়িয়া পর্যন্ত ২ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণ হলে ওই অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে।
স্কুল শিক্ষাথী আরিফুল জানান, ওই অঞ্চলের, দেয়াড়া, তালুন্দিয়া, দলুইপুর, কামারালীসহ ৪ গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগের রাস্তা হচ্ছে এটি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
১১নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান মফে জানান, উল্লিখিত ২ কি.মি. কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]