কলারোয়ার দেয়াড়া ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে স্বাগতিকদের পরাজিত করে সেমিফাইনালে উঠেছে সরসকাটি ফুটবল দল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কলারোয়ার দেয়াড়া হাইস্কুল ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলার প্রথমার্ধের ১০মিনিটে সরসকাটির ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু গোল করে দলকে এগিয়ে নেন। পরে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলে এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে ৬মিনিটে সরসকাটির সেই ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু নিজের এবং দলের ২য় গোল করে ব্যবধান বাড়ান। ২২মিনিটে দেয়াড়ার ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান কমান। ২৮মিনিটে সরসকাটির আবারও সেই ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু দলের এবং নিজের হ্যাট্টিক গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন।
খেলাটি পরিচালনা করেন মাসুদ রানা। সহকারি রেফারি ছিলেন শিমুল ও পলাশ।
ধারাবিবরণীতে ছিলেন আবদুল কারি।
বিপুল সংর্খাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সুমন, কারি, শরিফুল, আব্দুর সামাদ রিপন, আসাদ প্রমুখ।
।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]