কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের হল রুমে করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য,সহকারী শিক্ষক প্রতাপ কুমার ঘোষ,প্রতাপ চক্রবর্তী,তাসলিমা খাতুন,শামছুর নাহার,আব্দুল্লাহ, আলমগীর হোসেন,আবু জাফর, আসলাম হোসেন।
অনুষ্ঠানের শেষে ডিজিটাল বাংলাদেশ এর বিতর্ক প্রতিযোগিতায় উপজেলায় প্রথম স্থান অধিকার করায় ১০ম শ্রেণীরর ছাত্র প্রান্তকে ক্রেস উপহার দেন প্রধান শিক্ষক আজিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]