কলারোয়ার জয়নগর ইউনিয়নের বেগম খালেদাজিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ঠা জানুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কলেজ ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষীকি পালন করা হয়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বেগম খালেদাজিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতীর বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।ছাত্ররা যদি নিষ্ঠার সাথে দেশ গড়ার কাজে অংশ গ্রহণ না করে তাহলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে।তিনি আরো বলেন মাদকাসক্ত থেকে বিরত থেকে সততা ও নিষ্ঠার সাথে ছাত্রলীগকে দেশ গড়ার কাজে অংশ গ্রহন করার উদ্যত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়নের সাবেক ভাররপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মদ রকসি,কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম,উপজেলা ছাত্রলীগের নেতা ইমরান কবীর,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজু প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]