কলারোয়ার জয়নগরের ধানদিয়া হাইস্কুল সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন অপেরক্ষার পর অবশেষে উদ্বোধন করা হয়েছে। ১০ জুলাই (রবিবার) সকাল ১০টাই মাষ্টার আজিজুর রহমানের উপস্থিতিতে সাংবাদিক ও এলাকার বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ইটের সলিং রাস্তাটির উদ্বোধন করা হয়। ৩শত ফুট দৈর্ঘ ও ৭ ফুট প্রস্থের রাস্তাটির বরাদ্ধ অর্থ ২ লক্ষ টাকা।
জানা গেছে, ধানদিয়া হাইস্কুল সংলগ্ন রাস্তাটি ঐ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র রাস্তা, যেটি দীর্ঘদিন কাঁচা রাস্তা ছিল, বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াতে বেশ অসুবিধা হতো। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক, মাষ্টার আজিজুর রহমান তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাকে জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে চলতি বরাদ্ধে কাবিটার একটি ২ লক্ষ টাকার বরাদ্ধ দিয়েছেন। যার ফলশ্রুতিতে রাস্তাটি তৈরী হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]