কলারোয়া উপজেলার নাকিলা গ্রামে "আলোর দর্শন" নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদের গেটে সংগঠনের নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
১৩ সদস্য বিশিষ্ট যুব কমিটিতে সভাপতি হিসাবে ডা. অলিনুর রহমান, সহ সভাপতি মো.রুবেল হোসেন, ও সাধারন সম্পাদক হিসাবে মো. রবিউল ইসলাম মনোনিত হয়েছে।
সংগঠনটি পরিচালনার জন্য উপদেষ্টা হিসাবে রয়েছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী ভিপি, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম,মাস্টার আমিরুল ইসলাম, সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক,ও আব্দুর রশিদ,মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
স্বেচ্ছাসেবী সামাজিক ও ধর্মীয় সংগঠনটির কাজ হলো মসজিদ ভিত্তিক বয়স্ক ও শিশুদের ক্বোরান শিক্ষা প্রদান, অসহায় হত দরিদ্রের সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, ও অন্যান্য সামাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সেবা প্রদান।
কমিটির গঠনের পূর্বে এই যুব কমিটি দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে বলে জানান নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]