কলারোয়া বাজার সংলগ্ন পাকা ব্রিজের পাশে পাল পাড়া, আফজাল মোড় ও বেত্রাবতী স্কুলের সামনের কলারোয়া সরসকাটি পাকা রাস্তা যেন মরণফাঁদ। একটু বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশা তৈরি হয় যার কারনে দূভোগে পড়তে হয় এলাকাবাসির।
সেইসাথে মোটরবাইক, বাইসাইকেল, ইজিবাইক, মোটরভ্যান সহ অনন্য যানবাহন নিয়ে কলারোয়া বাজারে আশা হাজারো মানুষের চরম দূরভোগের কারণ হচ্ছে এই কাদামাটির পাকা রাস্তা। এলাকাবাসী ও পথচারীদের সাথে কথা বলে যানা যায় ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের জন্যই সাধারনত এই রাস্তার এমন বেহাল দশার সৃষ্টি হয়। কিন্তু উপযুক্ত প্রসাশনের কোনো হস্থক্ষেপই এখানে সচারআচার দেখা যায় না।
মাটি বহন কারি এই ধরনের যানবাহন রাস্তায় যাতে না উঠতে পারে সেদিকে প্রশাসনের নজর দেয়ার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]