কলারোয়ার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন ভবনটির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
৪৯নং বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিডি’র অর্থায়নে বরাদ্দকৃত ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এক তলা ভবনটির উদ্বোধন করা হয়।
স্কুল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ.লীগ নেতা আব্দুল বারিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তৌফিক আহম্মেদ, আ.লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ শিক্ষকগণ ও সূধিবৃন্দ।
পরে আম্ফানে ক্ষতিগ্রস্থ যুগিখালী ইউনিয়নের কামরালী দাখিল মাদরাসা পরিদর্শন করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]