কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট লিমিটেড তথা জেএএস এন্টারপ্রাইজের উদ্যোগে গ্রাহকদের মাঝে খাদ্য সামগ্রি ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বালিয়াডাঙ্গা বাজারের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট লিমিটেড ও জেএএস এন্টারপ্রাইজ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট লিমিটেডের বালিয়াডাঙ্গা বাজার শাখার ব্যবস্থাপক ও জেএএস এন্টারপ্রাইজের কর্ণধার জাকির হোসেন, সহকারী ব্যবস্থাপক ইনামুল কবির, পার্থ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিল্টন কবির, স্থানীয় মোজাফফর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২০ জন গ্রাহকের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে আটা ও করোনা প্রতিরোধক মাক্স বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]