কলারোয়া উপজেলার বেড়বাড়ি গ্রামের রাস্তায় ধান রুইয়ে (রোপণ করে) ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানালো স্থানীয় ভুক্তভোগী জনগণ।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে কেরালকাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেড়বাড়ি গ্রামের রাস্তায় ধান রুয়ে পাঁকা রাস্তার দাবি জানিয়েছেন ঐ গ্রামের স্থানীয় যুবকেরা।
স্থানীয়রা আক্ষেপের সাথে জানিয়েছেন, স্বাধীনতার আজ প্রায় ৫০ বছর পেরুলেও সামান্য উন্নয়নের ছোয়া লাগেনি এই বেড়বাড়ি গ্রামে। একটা সরকারি বিদ্যালয় না থাকার কারণে শিশু ছেলে মেয়েদের পাশ্ববর্তী সাতপোতা গ্রামের প্রাইমারি স্কুলে পাঠাতে হয়। একটি দাখিল মাদ্রাসা থাকলেও সেখানে বর্ষার সময়ে যাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে।
এই গ্রামের প্রবেশপথ হতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রমজান আলির বাড়ি পর্যন্ত বিগত বছর পাঁচেক আগে অল্প একটু ইট সলিং করা হলেও দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা বছরের ৬ মাসই চলাচলের অনুপযুক্ত হয়ে থাকে।
অথচ এই গ্রামের পাশ্ববর্তী কিছু গ্রামের অলি গলি ও মাঠের রাস্তা পর্যন্ত পাঁকা রাস্তা করা আছে।
রাস্তার এই বেহাল দশার কারণে আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
এই ভোগান্তি লাঘবে কাঁদা মাটির রাস্তাটি পাঁকা করে দেওয়ার জন্য স্থানীয় কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ির অবহেলিত জনগণ বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]