কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও একজন সহকারী অধ্যাপক আবুল খায়েরের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন।
সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
তাদের উদ্দেশ্যে উপদেশ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কয়েকজন শিক্ষক।
একই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল খায়েরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাকে মানপত্রের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে আবেগাপ্লুত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক আবুল খায়ের।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সহকারী অধ্যাপক দেবব্রত বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক শেখ মো.আলকামুন, প্রদর্শক শাহিনুর রহমান, ১ম বর্ষের শিক্ষার্থী রিফাত হুসাইন, ২য় বর্ষের জুবায়ের হোসেন ও আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক আমজাদ হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক সুনিল কুমার রায়, জ্যেষ্ঠ প্রভাষক চায়না রানী কর্মকার, প্রভাষক মোতাহারুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক সুভাষ পালসহ সকল শিক্ষক ও কর্মচারী।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক প্রভাষ কুমার মন্ডল।
দোয়া পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আলতাফ হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]