সরকারি নির্দেশনা রাত ৮ টার মধ্যে দোকানপাট, শপিংমল, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কলারোয়ার মফস্বলের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক পর দোকান বন্ধ করতে।
কলারোয়ার জয়নগর, ধানদিয়া, সরসকাটি, বামনখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে রাত ৮টার পরও বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ব্যাবসায়ীরা। যেনো মনে হচ্ছে কোন নির্দেশনাই নেই? তবে এই সব এলাকার ব্যাবসায়ীদের সরকারী নির্দেশনা মানতে চরম অনীহা লক্ষ্য করা গেছে।
গত ৩/৪ দিন আগে জয়নগর বাজারের একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে বলতে শোনা গেছে দোকান বন্ধ করছিস কেনো? উত্তরে অপর ব্যবসায়ী বলে সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ করছি। প্রতিউত্তরে প্রথম ব্যবসায়ি বলছে রাত ৮টার সময় দোকান বন্ধ করতে হবে এমনটা বলেছে কে? এ থেকে বোঝা গেছে মফস্বলের সচেতন ব্যাক্তিরা ছাড়া এই সিদ্ধান্ত মানছেন না অসচেতন ব্যবসায়িরা।
জানাগেছে, শুক্রবার রাতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর তালা সাব-জোনাল অফিসের আওতাধীন হাজরাকাটি বাজার, খেজুরবুনিয়া বাজার,শেখেরহাট বাজার ,জাতপুর বাজার, শাহাপুর বাজার, তালা বাজারে অভিযান চালিয়ে ১৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, শুধু অভিযান পরিচালনা করলেই যে বিদ্যুৎ অপচয় রোধ হবে তা কিন্তু নয়। এজন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি সচেতন হতে হবে। তবে এই নির্দেশনার সুফল পাওয়া সম্ভব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]