কলারোয়া পৌরসভাধীন উত্তর মুরারীকাটি শেখ পাড়ায় মৃত শেখ মুজিবর রহমানের স্ত্রী হাসিনা বেগমের বসত ঘরে গভীর রাতে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসিনা বেগমের বসত ঘরের ভিতরে কিছু জ্বালানী কাঠ ছিল।
কে বা কারা ঘরের পিছনে উত্তর পাশ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতে ঘরের ভিতর রক্ষিত মালামালা আংশিক পুড়ে গেছে। তবে বড় দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন হাসিনা বেগম।
হাসিনা বেগম অভিযোগ করে বলেন- পরিকল্পিত ভাবে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এবিষয়ে কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার ইমাদুল ইসলামের সাথে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হাসিনা বেগমের পুত্র শেখ রাজু রায়হান বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন রাজু রায়হান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]