কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শেখ মো. আলকামুন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এ কমিটি ঘোষণা করেছে বলে জানা গেছে।
রোববার শেখ মো. আলকামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. আব্দুল্লাহ (সাধারণ শিক্ষক সদস্য), মো. আব্দুল্লাহ আল জিয়াদ (অভিভাবক সদস্য), প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ (সদস্য সচিব)।
শেখ মো. আলকামুন কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তিনি কলারোয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ড গদখালীর বাসিন্দা।
এডহক কমিটির সদ্য মনোনীত সভাপতি শেখ মো. আলকামুন বলেন, 'এই মনোনয়নের জন্য সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাছাড়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ ও সকল শিক্ষক কর্মচারীসহ অত্র এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]