সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মুরারীকাটি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুরারীকাটি ৭নং ওয়ার্ডের হাবুজাল মোড়ে ওই অফিস উদ্বোধন করা হয়।
উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন ঘোষনা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, দিতি বেগম, আ.লীগনেতা আশরাফ আলী শাহেব আলী, দীপক কুমার ঘোষ, মুরারীকাটি ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্মল মন্ডল, আ,লীগনেতা সামসের দালাল, রাজ্জাক খা, জিয়াদ আলী, আঃ রাজ্জাক গাজী, আমজাদ সানা, নিছার গাজী, জামির মোড়ল, আলতাফ দালাল, বারিক মোড়ল, রহিম বিশ্বাস, আলফাজ দালাল, গণি দালাল, নুরু সরদার, সবুর হাজরা, মাহবুব হাজরা, হাসান হাজরা, আরিজুল হাজরা, আবু তালেব গাইন, রহিম বিশ্বাস, আবুল বাশার গাজী, আবু তালেব দালাল, শহিদুল মোড়ল, জামির মোড়ল, নাসির দালাল, শহিদুল দালাল, ওমর গাজী, সিরাজুল দালাল, তৌহিদ দালাল, ফারুক দালাল, সাত্তার গাজী, আব্দুল হাকিম, গফুর গাজীসহ ওয়ার্ডের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]