কলারোয়ার মুরারীকাটিতে নিতাই পদ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নামসংকীর্তন ও ভগবত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) পৌরসভাধীন মুরারীকাটি মাঝের পাড়ায় মৃত নিতাই পদ দত্তের বাসভবন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
নামসংকীর্তন পরিবেশন করে হরিবাসর সম্প্রদায়ের গায়ক মাস্টার উত্তম পাল, বাপ্পি হালদার ও গৌর প্রমুখ।
ভগবত পাঠ ও আলোচনা করেন কেড়াগাছি শ্রীশ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সদানন্দ দাস বাবাজি ও তালা নাংলা আশ্রমের মাধব গঙ্গোপধ্যায়।
অনুষ্ঠানের আয়োজন করেন মৃত নিতাই পদ দত্তের তিন পুত্র রবীন্দ্রনাথ দত্ত, রামলাল দত্ত ও লক্ষণ দত্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দিপ রায়, পৌর সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব গোপাল ঘোষ বাবু, সদস্য সৌমিক দত্ত, প্রান্ত দেবনাথ, পৌর গীতা পরিষদের সভাপতি সৌরভ দত্ত, কলারোয়া নিউজের রিপোর্টার আদিত্য বিশ্বাস প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]