কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে প্রায় এক বছরের মাথায় আবারও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগী উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলি সরদারে স্ত্রী জাহানারা খাতুন (৫৫)।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, আক্রান্ত হওয়া জাহানারা খাতুন গত ১৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়।
ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ৭ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য দিলে রিপোর্ট পজিটিভ আসে।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি খবর পেয়ে ওই বাড়িতে যান। তিনি শুক্রবার ওই বাড়িটিসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]