কলারোয়ার ৪নং লাঙ্গঝাড়া ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি ৪নং ওয়ার্ডের দিঘির পাড়ে
সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ৪নং ওয়ার্ড বাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু।
সংবর্ধিত ব্যক্তি ৪নং লাঙ্গঝাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, তৈলকুপি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুবেল খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মোঃ গোলাম রহমান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সহসভাপতি শেখ জাকির হোসেন।
অনুষ্ঠানে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]