কলারোয়ায় লাঙ্গলঝাড়া পিচ ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রকল্পের ব্যবস্থাপনায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিত করণ-উগ্রবাদ প্রতিরোধে সামাজিক উদ্যোগে লেখাপড়া-খেলাধুলায় মনোনিবেশ সমৃদ্ধ জীবন উন্নত করণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুইজ প্রতিযোগীতায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার রবিউল ইসলাম, আনারুল ইসলাম, সোহাগ গাজী, অগ্রগতি সংস্থার প্রতিনিধি আল আমীন, পিচ ক্লাবের সদস্য জিএম শফিসহ সূধিবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারি শিক্ষার্থীসহ উপস্থিত সূধিবৃন্দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]