কলারোয়ায় প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রকৃত অসহায় হতদরিদ্র ভূমিহীনদের যাচাই বাছাই করে ভূমিহীনদের জমি এবং যাদের ঘর নাই তাদেরকে ঘর প্রদান কর্মসূচির আওতায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের জমি চিহ্নিতকরণ ও প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই শুরু হয়েছে।
মঙ্গলবার (১ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই যাচাই বাছাই করেন।
সেসময় উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য হিসাবে স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদস্যা, ১জন করে শিক্ষক ও ১জন করে ইমাম।
সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
ইউএনও মৌসুমী জেরীন কান্তা বলেন, ‘মুজিব জন্ম শত বার্ষিকীতে কোন মানুষ গৃহহীন থাকবে না- এটা প্রধানমন্ত্রীর ওয়াদা। তাই খুব স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই বাছাই করা হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]