কলারোয়ার লাঙ্গলঝাড়ায় দরিদ্রমার জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দারিদ্র্য পরিবারের মা ও প্রসূতিদের মাতৃত্বকালীন ভাতা প্রদান করে সরকার। সেই ভাতাভোগীদের প্রশিক্ষণের আয়োজন করে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিষদের সভাকক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান, শরিফুদৌল্যাহ, সাহিদা খাতুন, আবু তাহের, ইউপি সচিব আব্দুল হামিদসহ ইউপি সদস্যবৃন্দ।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত বেল্লাল হোসেন ও নারায়ন চন্দ্র।
উল্লেখ্য, প্রশিক্ষণে লাঙ্গললঝাড়া ইউনিয়নের ৮৪ জন দরিদ্র মা অংশগ্রহন করেন বলে জানা যায়। প্রশিক্ষণ শেষে দরিদ্রমার জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাঝে সম্মানি ভাতা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]