কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১ কোটি ৪৫ লক্ষ ১৫ হাজার ৯ টাকার বাজেট ঘোষণা করেন লাঙ্গলঝাড়ার ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম।
আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।
লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান, শরিফুদ্দৌলা শরিফ, নূর হোসেন, মইফুল ইসলাম, আবু তাহের, ফেরদৌস আরা, শাহিনা খাতুন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]