কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আরশাদ আলী, মাওলানা মো.ইলিয়াস, আতাউর রহমান, আব্দুল গফুর প্রমুখ।
বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের আলোকে বক্তব্য রাখেন।
সহকারী সুপার মাওলানা ইলিয়াস ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সিরাজুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]