সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর শাহী জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে প্রতি বছরের ন্যায় এ বছর ও শংকরপুর শাহী জামে মসজিদে এলাকাবাসির সার্বিক সহযোগিতায়, শংকরপুর শাহী জামে মসজিদের সভাপতি ও শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শামছুদ্দীন সানার সভাপতিত্বে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওলানা ওসমান গনি, হযরত মাওলানা হাফেজ আব্দুল মোনায়েম, মাওলানা কামারুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম, অত্র মসজিদের খতিব ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মাষ্টার শওকাত আলী।
এ সময় উপস্হিত ছিলেন, হাফেজ এরফান আলী, শংকরপুর ওর্য়াডের মেম্বর শফিউল আজম,বিশিষ্ট সমাজসেবক, আলফাজ হোসেন, মনিরুল ইসলাম, মাহমুদুল সহ এলাকার মুসল্লীগন।
শংকরপুর শাহী জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিস থেকে বক্তব্য কালে হযরত মাও: ওসমান গনি বলেন পবিত্র আশুরা দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।
বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সালের এদিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহিদ হয়েছিলেন।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কুরআন ও হাদিসের বর্ণনা মতে, এ দিনে মহান আল্লাহ তায়ালা প্রাণিকুল, আসমান-জমিন সৃষ্টি করেছেন। আবার এদিনেই তামাম মাখলুকাত ধ্বংসও হবে, পৃথিবীতে নির্বাসনের পর এ দিনেই হজরত আদম (আ.) আরাফাত ময়দানে হজরত মা হাওয়ার সঙ্গে মিলিত হন। হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে।
হজরত নূহ (আ.) সদলবলে মহা প্লাবন শেষে যুদী পাহাড়ে অবতরণ করে পৃথিবীকে নতুনভাবে সাজিয়ে তোলেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। শেষে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]