কলারোয়া-চান্দুড়িয়া সড়কে মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তার শ্রীরামপুর ও বিক্রমপুরের ব্রীজ সংলগ্ন স্থানে মেরামত করা হয়েছে।
বুধবার সকালে ভেঙ্গে গর্ত হয়ে যাওয়া রাস্তার ওই অংশে ইট ফেলে স্থানীয় পর্যায়ে সংস্কার করে জনসাধারণের চলাচলের কিছুটা উপযোগী করা হয়।
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ'র বিশেষ ব্যবস্থাপনায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির উদ্যোগে ওই সংস্কারে কাজ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, 'কলারোয়া-চান্দুড়িয়া আঞ্চলিক সড়কটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনাও। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন এমপি মহোদয়।'
তিনি আরো জানান, 'সোনাবাড়ীয়া, ঝাপাঘাট, দমদম, রামকৃষ্ণপুরসহ বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।'
শিক্ষক আবু জাফর জানান, 'কলারোয়া-চান্দুড়িয়া আঞ্চলিক সড়ক খুবই ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে সড়ক ও জনপথ বিভাগের কেউ খবরও নেয়নি। এমপি মহোদয় ও চেয়ারম্যান মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে আসাকে পথচারী ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]