সারাদেশে করোনাভাইরাস বিস্তাররোধে সরকারি নির্দেশে প্রশাসনের তৎপর ভূমিকা লক্ষ্য করা গেছে। সেই সাথে সাতক্ষীরাতেও চলছে পুলিশের কঠোর নজরদারি। টানা চতুর্থ সপ্তাহের লকডাউনেও প্রশাসনের প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কলারোয়ার সরসকাটি ব্রিজের দুই পাশে সাতক্ষীরা ও যশোর জেলার সংযোগ স্থল ব্রিজটি। সরকারি বিধিনিষেধ পালনে কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ ও যশোরের ভালুকঘর ফাঁড়ির পুলিশ ব্রিজের দুই পাশে যশোর এবং সাতক্ষীরা সীমান্তে টহল বসিয়েছে।
বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া সাতক্ষীরা ও যশোরের কোন মানুষ যাতায়াত করতে পারবেন না। দুই সীমান্তে বাঁশ দিয়ে বেরিকেট তৈরী করে সার্বক্ষণিক নজরদারি করছে দুই জেলার পুলিশ।
কলারোয়ার সরসকাটি ফাঁড়ির ইনচার্জ (এস আই) তৌফিক আহম্মদ টিপু ও যশোরের ভালুকঘর ফাঁড়ির এ এস আই মোঃ শাহিন সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া কাওকে ব্রিজ পার হতে দেওয়া হচ্ছে না। জরুরি চিকিৎসা সেবা, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কাঁচা মালের পরিবহন ইত্যাদি কারণে যাতায়াতের অনুমতি দিচ্ছেন তারা।
তারা আরও জানিয়েছেন, পুলিশের সদস্যরা সার্বক্ষনিক নজর দারি করছে যাতে বিনা প্রয়োজনে কেউ যাতায়াত করতে না পারে। যাতায়াতের প্রয়োজনে নির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]