কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আফিলুদ্দিন আর নেই।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত পাচু মোড়লের পুত্র অবসরপ্রাপ্ত অফিস সহকারী আ’লীগ নেতা আফিলুদ্দীন(৭০) বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র,৩ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজ বাদ ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানাযা নামাজ পরিচালনা করেন মাও: নুর ইসলাম।
জানাযা নামাজপূর্বক আলোচনায় অংশগ্রহন শেষে নামাজে উপস্থিত ছিলেন তাল-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মরহুমের একমাত্র পুত্র কায়কোবাদ কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান ওজিয়ার রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সরসকাটি ইউ: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আ’লীগ নেতা আব্দুল আজিজ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বদরুজ্জামান বদরু , শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম, মাস্টার আব্দুল করিম, মাও: মুজিবুর রহমান, মোস্তফা গওসোল আজম, অফিস সহকারী আব্দুল জলিলসহ অসংখ্য মুসিল্লীগণ।
উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক–কর্মচারী কল্যাণ সমিতিরি পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]