কলারোয়ায় সাতপোতা রহিমা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির মিঠু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
হয়েছেন।
রবিবার (২ জানুয়ারী) বেলা ২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও ৫ জন অভিভাবক সদস্য গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষক হুমায়ুন কবির প্রাপ্ত ভোটের ৮ ভোট লাভ করে প্রতিদ্বন্দী প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি শিক্ষক হুমায়ুন কবির পূর্বের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ছিলেন বলে জানা যায়।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান সহ শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ ও এলাকার অভিভাবকমহল সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]