কলারোয়ার সিংগায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগীতা-২২' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) সকাল ১০ টায় সিংগা প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া প্রতিযেগীতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সিংগা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুস সবুর।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন ভিত্তিক ভ্যেনুর স্বাগতিক সিংগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইলিশপুর প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানু, নাকিলা প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার, কেরালকাতা প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন, বলিয়ানপুর প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, দরবাশা প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাতপোতা প্রাথঃ বিদ্যালেয়র প্রধান শিক্ষক ফারুক হোসেন, শহীদস্মৃতি বলিয়ানপুর প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর নাহার লিলি, হুলহুলিয়া প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, পিটুনি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ও কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সহ সহকারী শিক্ষকবৃন্দ, সূধি ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় কেরালকাতা ইউনিয়নের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বালক- বালিকারা দৌড়, উচ্চ লাফ, চকলেট দৌড় সহ বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করেন।
অনুরুপভাবে পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নে পৃথকভাবে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]