কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস' পালিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) সকাল ১১ টায় সিংগা স্কুল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর,আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, শুভংকর মজুমদার, বদরুজ্জামান, শিক্ষার্থী আবু সাঈদ, আল মামুনসহ শিক্ষার্থীবৃন্দ।
এদিকে, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, মডেল হাইস্কুল, সরসরকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, আমানুল্যাহ ডিগ্রী কলেজ, কাজীরহাট ডিগ্রী কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]