কলারোয়ার সুলতানপুর ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে শার্শার বারপোতাকে হারিয়ে সেমিতে উঠেছে বলিয়ানপুর।
রবিবার (৪অক্টোবর) বিকালে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় প্রথমার্ধের ২০মিনিটে বারপোতা ফুটবল একাদশের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় সোহেল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ১২মিনিটে কলারোয়ার বলিয়ানপুর ফুটবল একাদশের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় কাজল গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে ১-১গোলে ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে বারপোতাকে হারায় বলিয়ানপুর ফুটবল দল।
রেফারির দায়িত্ব পালন করেন আবু সাঈদ। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও সাজু হালদার।
সোমবার (৫অক্টোবর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৩য় খেলায় শার্শার মালঞ্চী ফুটবল দল বনাম কলারোয়ার আটুলিয়া ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]