কলারোয়ার সুলতানপুর ফুটবল টুর্নামেন্টে আটুলিয়াকে হারিয়ে সেমিতে উঠেছে শার্শার কালাঞ্চী।
সোমবার (৫অক্টোবর) বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়ার আটুলিয়াকে হারায় শার্শার কালাঞ্চী ফুটবল দল।
রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও আনোয়ার হোসেন।
শুক্রবার (৬অক্টোবর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৪র্থ খেলায় সুলতানপুর সোনালী সংঘ বনাম শার্শার সাতমাইল ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]