কলারোয়ার সুলতানপুর ফুটবল টুর্নামেন্টে ৩-০গোলে কলারোয়ার বলিয়ানপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিকালে কলারোয়ার সুলতানপুর ফুটবল মাঠে মুজীব শতবর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ১০মিনিটে সুলতানপুর সোনালী সংঘের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় মাসুম গোল করে এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ১২মিনিটে ও ১৪মিনিটে সুলতানপুর সোনালী সংঘের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় হাসানুর পরপর দুইটি গোল করে দলকে ব্যাবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করে।
রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসউদ পারভেজ মিলন ও মোশারাফ হোসেন।
বিপুল সংখ্যাক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]