কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতিপুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ আছর শ্রীরামপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিসহ মরহুমের সতীর্থ বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যগণ ও অন্যান্যরা।
জানাজাপূর্ব আলোচনায় প্রয়াত পিতার জন্য দোয়া চান বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পুত্র পুলিশ সদস্য জাহিদ হোসেন।
জানাজাপূর্ব আলোচনা পরিচালনা করেন মাস্টার আব্দুল মান্নান।
জানাজায় ইমামতি করেন কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষক মাওলানা কামরুজ্জামান।
জানাজার পূর্বে জাতীয় পতাকায় ঢাঁকা মরদেহের খাটিয়ায় পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন। জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]